হাটহাজারীতে নবাগত ইউএনও’র প্রথম অভিযানেই জরিমানা

হাটহাজারীতে নবাগত ইউএনও’র প্রথম অভিযান

চট্টগ্রাম : সরকার নির্দেশিত কঠোর লকডাউনে বিধি-নিষেধ উপেক্ষা করে বিকাল ৫ টার পর দোকান খোলা রাখায় দুটি দোকানকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) হাটহাজারী পৌর এলাকার কাচারী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল আলম অভিযান পরিচালনা করেন।

এটাই নির্বাহী অফিসারের হাটহাজারী উপজেলায় প্রথম অভিযান। একইসাথে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ মাস্ক না পড়ায় এক ব্যক্তিকে ১শ টাকা অর্থদন্ড প্রদান করেন। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে মাইকিং করে সচেতন করেন তিনি।

নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, সরকার নির্দেশিত চলমান কঠোর লকডাউনে বিধি-নিষেধ উপেক্ষা করে বিকেল ৫ টার পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানিকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছি। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় পেশকার মোঃ আবু সায়েম, হাটহাজারী মডেল থানার পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার তিনটি মামলায় ৩ হাজার ১০০ টাকা অর্থদন্ডসহ কঠোর লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত লকডাউন অমান্য করে অযথা বাহিরে ঘুরাফেরা, বিকেল ৫ টার পর দোকান খোলা রাখা, খাবার দোকানে বসিয়ে খাবার বিক্রি করা, মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে ১৮২ টি মামলায় ১ লক্ষ ৭ হাজার ৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।