
ঢাকা : শিক্ষার্থীসহ সব জনগোষ্ঠীকে টিকায় আওতায় আনতে নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর করার পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে আইসিইউ আর ওপিডি শেডের উদ্বোধনের সময় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, দেশের শিক্ষা কার্যক্রমকে পুনরায় গতিশীল করতে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে ক্রমান্বয়ে টিকার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব নাগরিককে ক্রমান্বয়ে টিকার আওতায় আনতে বদ্ধপরিকর।
জাহিদ মালে বলেন, দেশে এখনও ৪৫ লাখ ভ্যাকসিন মজুত আছে। আরও এক কোটি চায়নায় অর্ডার দেওয়া আছে। প্রতি মাসে পালাক্রমে আসবে। আগামী মাসে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও আসবে। এ ছাড়া চীন থেকে আরও দেড় কোটি ডোজ টিকা দফায় দফায় আসবে।
বর্তমানে একসঙ্গে প্রায় তিন কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা সরকারের আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সংরক্ষণ সক্ষমতা বাড়াতে আরও কিছু ফ্রিজার কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতলে ২৫ শতাংশ শয্যা ও আইসিইউ খালি আছে। বাকি ৭৫ শতাংশ শয্যা ও আইসিইউতে রোগী ভর্তি আছে। তাই সচেতন না হলে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় হবে বলেও সতর্ক করেন তিনি।
ঢাকা মেডিকেলে নতুন করে ১৩টি আইসিইউ বেড, একটি ডায়ালাইসিস সেন্টার ও চারটি ভেন্টিলেটর স্থাপন কোভিড-১৯ চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় ঢাকা মেডিকেলে চারটি ভেন্টিলেটর উপহার দেন ব্যবসায়ী মো. মাসুদ রানা।