চবির ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন সূচি অনুযায়ী ২৭ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এম মনিরুল হাসান জানান।

তিনি বলেন, “কোভিড-১৯ চলমান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা কার্যক্রম কমিটি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সূচি অনুযায়ী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন