পদ-বঞ্চিত ত্যাগী নেতা-কর্মীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
হাটহাজারী ছাত্রদলের আহবায়ক কমিটিতে বিবাহিত অছাত্র মৌসুমী নেতা-কর্মী

বঞ্চিত ত্যাগী নেতা-কর্মীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ। ছবি প্রতিনিধি

তিনভাগে বিভক্ত হাটহাজারী ছাত্রদলের নেতা কর্মীদের কোন্দল-বিরোধের মধ্যেই বহু প্রতীক্ষিত উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছে বিবাহিত, অছাত্র এবং মৌসুমী কর্মী। বঞ্চিত হয়েছে ত্যাগী নেতা-কর্মী। তারা ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এবং উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের বর্তমান আহবায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে।

উপজেলা ছাত্রদলের সাবেক নেতারা বলছেন, দলের দুঃসময়ে যারা কাজ করেছেন সরকার বিরোধী মিছিল মিটিংএ যারা সক্রিয় অংশ নিয়েছে এবং যারা দলের জন্য বিভিন্ন সময় হামলার শিকার হয়েছে মামলা ও কারাবাসের মতো নির্যাতন সহ্য করেছে তাদের মূল্যয়ন করা হয়নি। ছাত্রদলের মৌসুমি নেতাকর্মীরা বর্তমানে আহবায়ক কমিটিতে স্থানে পেয়েছে। এতে কার্যত ক্ষোভ বিরাজ করছে দলের তৃণমূল পর্যায়ে।

এদিকে বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক ব্যারিষ্টার মীর হেলালের অনুসারী হিসেবে পরিচিত নরুল কবির তালুকদার সাংবাদিকদের জানান, দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এখানে কোন নেতার অনুসারী হিসেবে পরিচিতি কেউ পদ পায়নি। যারা দলের জন্য কাজ করেছেন তারাই দলে আছে। অনেকের অভিযোগ থাকতে পারে কিন্তু ছাত্রদলের ভেতর কোন কোন্দল নেই।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আরিফুর রহমান জানান, হাটহাজারী উপজেলা ছাত্রদলের বর্তমান আহবায়ক কমিটিতে ছাত্রদলের কোন ত্যাগী কর্মীর মূল্যায়ন করা হয়নি বরং এক নেতার আর্শীবাদ পুষ্ট নেতা কর্মীদের বর্তমান আহবায়ক কমিটিতে পদ দিয়েছে। এতে দলের দুঃসময়ের নেতাকর্মীরা হতাশায় ভুগছেন।

বর্তমান আহবায়ক কমিটিতে খোদ আহবায়ক বিবাহিত। আর যারা আছেন তাদের অনেকেই বিবাহিত। অছাত্ররা যদি ছাত্রদলের পদ পায় তাহলে ছাত্ররা কি করবে।

হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক সাহেদুল আজম সাহেদ বলেন, উপজেলা ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা বর্তমান আহবায়ক কমিটিতে কোন পদ পায়নি। যারা পদ-পদবী পেয়েছে সবাই মৌসুমি নেতাকর্মী। রাজপথে যারা ছিল তাদের কোন মূল্যায়ন করা হয়রি। এই নিয়ে ছাত্রদলের ভেতরে-বাহিরে ক্ষোভ বিরাজ করছে।

হাটহাজারী উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করা শর্তে এ প্রতিবেদকে অভিযোগ করে বলেন, বর্তমান আহবায়ক কমিটির আহবায়কই বিবাহিত, বাকিদের কথা কি বলবো। আমরা যারা দলের জন্য মামলা হামলা এবং জেল-ঝুলুম নির্যাতন সহ্য করেছি তাদের বর্তমান আহবায়ক কমিটিতে কোন মূল্যায়ন করা হয়নি বরং দলের মৌসূমি নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। তাহলে আমরা দলের জন্য জেল খেটে কি লাভ? মূলত হাটাহজারী উপজেলা বিএনপি’র যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠন ত্রিভাগে বিভক্ত।

সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন, সাবেক হুইপ আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলম ও বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক এই তিন নেতার অনুসারী রয়েছে হাটহাজারী উপজেলা বিএনপিতে। এই তিন নেতার দিক নিদের্শনায় চলছে হাটহাজারী উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন। তবে মীর নাছিরের অনুসারী হিসেবে সাংগঠনিক কর্মকান্ড ইতিমধ্যে চালাচ্ছে তার সুযোগ্য পুত্র ব্যরিষ্টার মীর হেলাল। মূলত এই আহবায়ক কমিটিতে সৈয়দ ওয়াহিদুল আলম ও এস এম ফজলুল হকের অনুসারীদের বাদ দিয়ে শুধু মীর হেলালের অনুসারীদের রাখা হয়েছে বলে অনেকের অভিযোগ।