
ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০৪ জন প্রাণ হারিয়েছেন গত ২৪ ঘন্টায়। এ নিয়ে ১৭ হাজার ৬৬৯ জন প্রাণ হারালো। এদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং নারী ৭৯ জন। এখন পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১২ হাজার ২৯১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৩৭৮ জন।
অপরদিকে একই দিনে ৮ হাজার ৪৮৯ জনের দেহে করোনা মিলেছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন।
শনিবার (১৭ জুলাই) পাঠানো করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ১৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। এখন পর্যন্ত ৭২ লাখ ১৫ হাজার ৫৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৬২ শতাংশ।
শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন আরও ৮ হাজার ৮২০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।