সিনোফার্মের টিকা: আজ ২ চালানে আসছে ২০ লাখ

রাতে দেশে আসছে সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনা টিকা।

ঢাকা: রাতে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে এই টিকা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

এর আগে ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়। এই টিকা বাংলাদেশ সরকারের কেনা টিকা বলেই জানানো হয়। তাছাড়া দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১১টায় ১০ লাখ এবং রাত ৩ টায় আরও ১০ লাখ টিকা ডোজ এসে পৌঁছাবে।

এর আগে ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়।

শেয়ার করুন