
চট্টগ্রাম : মিরসরাইয়ে এক শহিদ মুক্তিযোদ্ধার স্ত্রীর জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার পুত্র নুরুল করিম।
রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার অবস্থিত প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নুরুল করিম লিখিত বক্তব্যে বলেন, আমার মাতৃভূমি ভূমি মিরসরাই পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের জলিল শাহা ফকির বাড়ির আর এস খতিয়ানের ৭৫৩ এবং ৭৫৫ বিএস সম্ভবত ১১১৩ এবং ১১১৪ আমার মা খরিদ সূত্রে মালিক। কিন্তু এলাকার কিছু দুষ্কৃতিকারী লোক মামুন, তার বাবা-মাসহ কয়েকজন অপরিচিত লোক ওই সম্পদ থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে শারীরিক মানসিক নির্যাতন করে আসছে এবং আমার চলাচল রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত