[caption id="attachment_7454" align="aligncenter" width="576"]
বিলাইছড়ি থানায় রাস্টন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ৩ আসামী। ছবি নয়াবাংলা[/caption]
রাঙ্গামাটি : জেলার বিলাইছড়ি থানায় রাস্টন হত্যা চেষ্টা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) আসামীদেরকে আটক করে সেনাবাহিনী। পরে বিলাইছড়ি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন-আব্দুল মালেক লিটন (৩২), জীবন খুশি তঞ্চঙ্গ্যা (২৮) ও কিরন চাকমা (১৬)। আসামীরা রাস্টন হত্যা চেষ্টায় জড়িত ছিল বলে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মঞ্জুরুল আলম মোল্লা জানিয়েছেন।
সূত্র জানায়, বিলাইছড়ি থেকে গরু-ছাগল ক্রয়ের উদ্দেশ্যে বাবার সাথে রাস্টন দেবনাথ (২২) গত ১১ মে ফারুয়ায় যায়। ওখানে রাত ৯টার সময়ে গোয়াইনছড়ি এলাকায় ধৃত আসামীরা রাস্টন থেকে নগদ টাকা কেড়ে নিয়ে ধারালো দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গলা, ঘাড়, মাথাও শরীরের অন্যান্য স্থাানে জখম করে। ওই সময়ে স্থানীয় আর্মি ক্যাম্পে খবর পেয়ে রাস্টনকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ১২ মে সকালে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এব্যাপারে বিলাইছড়ি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত