এমএ লতিফ এমপি'র নিন্দা ও ক্ষোভ
গোসাইলডাঙ্গায় শিব মন্দিরে হামলার প্রতিবাদ সভা

গোসাইলডাঙ্গায় শিব মন্দিরে হামলার প্রতিবাদ সভা। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : নগরের গোসাইলডাঙ্গায় শিব মন্দির ভাঙ্গাচুরের ঘটনায় এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে রাম কৃষ্ণ (জিআরকে) স্কুল প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ মে) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক। সভায় বক্তারা বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনিপুন দেশ পরিচালনায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত দেশে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে ৩৬ নং গোসাইলডাঙ্গায় ওয়ার্ডের শিব মন্দিরে গভীর রাতে হামলা চালায়।

সভায় বক্তারা বলেন- বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বর্তমানে বিশ্বে দৃষ্টান্তস্বরূপ। অথচ স্বাধীনতা বিরোধীরা এই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তকে বিলীন করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সর্বদা অপচেষ্টায় লিপ্ত। তাদের এই হীন অপচেষ্টা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এম. এ. লতিফ এমপি’র সহযোগিতায় দেশপ্রেমিক শান্তি প্রিয় জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ রুখে দিবে ইনশাল্লাহ।
বক্তারা শিব মন্দিরে হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গোসাইলডাঙ্গায় শিব মন্দিরে হামলার প্রতিবাদ সভা। ছবি নয়াবাংলা

সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ বাবলা’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের যুগ্ন-সম্পাদক সফর আলী, মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী,  কেন্দ্রীয় যুবলীগ’র কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, লবন শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোঃ ইমাম হোসেন। ৩৮ নং ওয়ার্ড  আওয়ামীলীগ, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমতিয়াজ, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সুলতান, ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকবাল, আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক রিফাত আলম, মোঃ মোক্তার, যুবলীগ সাধারণ সম্পাদক টিসু মলি­ক, সাবেক ছাত্র নেতা ও বন্দর সিবিএ নেতা নায়েবুর ইসলাম ফটিক, আওয়ামীলীগ নেতা নেছার মিঞা আজিজ, মোঃ মিজান, মোঃ আকতার, মোঃ সালাহ উদ্দিন রনি, যুবলীগ নেতা মোঃ হাছান উদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর উদ্দিন মারুফ, নগর ছাত্রলীগ নেতা মোঃ আরিফ, ভূমিহীন সমবায় সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নিজাম খান প্র্রমূখ।

 

এম.এ লতিফ এমপি’র তীব্র নিন্দা ও ক্ষোভ : সংসদীয় আসন চট্টগ্রাম-১১ এর আওতাধীন নগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা নিমতলা ওয়ার্ডের হিন্দু পাড়ায় শনিবার (১৩ মে) গভীর রাতে গোসাইলডাঙ্গা শিব মন্দিরে হামলা চালানোর প্রতিবাদে এম.এ. লতিফ এমপি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিবাদ বার্তায় এম. এ. লতিফ এমপি বলেন-বর্তমান শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দেশ পরিচালনা করছে। ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্য-কে ধারণ করে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিলে শান্তিতে বসবাস করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিময় আবাসস্থল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি আরো বলেন-শেখ হাসিনার দ্বারা সৃষ্ট এই শান্তিময় আবাসস্থলকে বিনষ্ট করতে বিএনপি-জামাত জোট দুস্কৃতিকারীর ছদ্মবেশে প্রতিনিয়ত মসজিদ মন্দিরে হামলা চালানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী অঙ্গ সংগঠনসমুহের নেতাকর্মীসহ দেশ প্রেমিক জনগণকে সজাগ থাকার আহবান জানান।

তিনি প্রশাসনকে অতি দ্রুত শিব মন্দিরে হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন