[caption id="attachment_74612" align="aligncenter" width="720"]
পানিতে ডুবে দুই বোনের মৃত্যু[/caption]
রাউজান (চট্টগ্রাম) : পুকুরে ডুবে দুই বোন মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) আনুমানিক সকাল ১০ টার দিকে রাউজান সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শমসের নগর এলাকার গাজীপাড়ায় এই ঘটনা ঘটে।
আরো পড়ুন : বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম
আরো পড়ুন : মানবাধিকার নেত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
স্থানীয়রা জানান, মোহাম্মদ জানে আলম মনু ও তার ছোট ভাই মাহাবু আলমের দুই শিশু কন্যা বাড়ীর পাশে গুন্ন মিয়া চৌধুরী পুকুরে গোসল করতে যায়। এসময় মাহুবুর শিশু কন্যা আগে ভাগে পুকুরে গোসল করতে পানিতে নামলে জানে আলমের শিশু কন্যা দেখতে পান তার চাচাত বোন পানিতে ডুবে যাচ্ছে। পরে ছোট চাচাত বোনকে বাচাতে জেঠাত বোন পানিতে নেমে পড়ে। এতে চাচাতো বোনসহ দুজনই পানিতে ডুবে মারা যায়। এঘটনায় এলাকায় শোকের চায়া নেমে এসেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত