বান্দরবান : নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে ৭ম শ্রেনিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ।
সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তুফান আলী পাড়া গ্রামের নুরুল আলম প্রকাশ নুরুল আলম বৈদ্যর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয় ফোর্সসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলম, ইউপি সদস্য আবু তাহের, চৌকিদার সৈয়দ হোসেনকে সাথে নিয়ে ঘটনা স্থলে গেলে ঘটক আবদুর রহিম পালিয়ে গেলেও বাকিরা পালাতে পারেনি।
পুলিশ মেয়ের বাবা নুরুল আলম বৈদ্যকে সতর্ক করেন। পরে ছেলে ও মেয়ের পিতাকে প্রথমবারের মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে পুলিশের তাৎক্ষণিক বাল্য বিয়ে বন্ধ করে দেওয়ার সাধুবাদ জানিয়েছেন, শত শত স্থানীয় নারী পুরুষ।
অপরদিকে মেয়ের মা জানান, লকডাউনের কারনে পড়ালেখা বন্ধ থাকায় উপায় অন্তর না দেখে বিয়ে দিতে বাধ্য হয়েছে। তবে এখন তিনি বাল্য বিয়ে বন্ধের পক্ষে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত