বন্দরের বহির্নোঙরে ডুবল জ্বালানি তেল সরবরাহকারী জলযান

চট্টগ্রাম: ​চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় জ্বালানি তেল সরবরাহকারী ছোট আকারের একটি জলযান ডুবে গেছে। জলযান থেকে চারজন নাবিককে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া জলযানের নাম সুফলা। এটি পরিচালনা করছে সুফলা অয়েল সাপ্লাইয়ার কোম্পানি।

বন্দরে আসা জাহাজগুলোতে জ্বালানি তেল সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত এ কোম্পানি।

মঙ্গলবার (২৭ জুলাই) বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সুত্র জানায়, সাগরে নোঙর করে রাখা একটি জাহাজে ২ হাজার ২০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে সুফলা। তীব্র স্রোত ও ঢেউয়ের মুখে ছোট জলযানটি ডুবে যায়। এ সময় কাছে থাকা একটি জাহাজে ওঠে রক্ষা পান চারজন নাবিক।

বন্দর সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, উত্তাল ঢেউয়ের মুখে ছোট আকারের জলযানটি ডুবে যায়। জলযান পরিচালনাকারী কোম্পানি এটিকে আজই উদ্ধার করার কথা বলেছে। এ জলযানের কারণে সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।

শেয়ার করুন