ঢাকায় এসেছে জাপানের প্রায় ৮ লাখ ডোজ টিকা

জাপানের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা

ঢাকা: উপহার হিসেবে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি আরও সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকাবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

শনিবার (৩১ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাবাহী এই ফ্লাইটটি এসে পৌঁছায় ।

করোনা মোকাবিলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে।

শেয়ার করুন