আগ্রাবাদ ঢেবারপাড় এলাকায় জুয়ার আসর, গ্রেপ্তার ৯

আগ্রাবাদ ঢেবারপাড় এলাকা থেকে ৯ জুয়াড়ি গ্রেপ্তার।
আগ্রাবাদ ঢেবারপাড় এলাকা থেকে ৯ জুয়াড়ি গ্রেপ্তার।

চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ ঢেবারপাড় এলাকায় জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। এদের সবাই নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার (৩০ জুলাই) রাতে ঢেবারপাড় এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ অর্থসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারেরা হলো, মো. রাসেল মিয়া (৩৫), মো. ফয়সাল মিয়া (২৬), নজরুল ইসলাম (৪০), মো. এলাক মিয়া (৪৩), মো. নাজিম আহমেদ (২৬), বাবুল মিয়া (৩০), মো. রাজু মেলকার (৩৪), মো. আব্দুল গণি (৪৫) ও মো. বকুল ইসলাম (২০)।

ওসি মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় আগ্রাবাদ ডেবারপাড়ে একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়ি গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন