তালা ভেঙে মিরসরাইয়ে ওএমএসের চাল চুরি!

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে ওএসএসের ৮ বস্তা চাল ও ৩ বস্তা আটা চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড জামালপুর ওয়ার্ডের সারেং বাড়ি এলাকায় অবস্থিত নাদিয়া স্টোরে ওএমএসের চাল বিক্রেতা ডিলারের গোডাউন হতে ৮ বস্তা চাল এবং ৩ বস্তা আটা চুরি হয়।

জানা গেছে, প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল এবং আটা ছিল।

শনিবার (৩১ জুলাই) সকালে ডিলার বদরুল আলম গাডাউনে গিয়ে শার্টারের তালা ভাঙ্গা অবস্থায় দেখেন।

নাদিয়া স্টোরের মালিক বদরুল আলম বলেন, বৃহস্পতিবার থেকে আমার গোডাউন বন্ধ ছিল। শনিবার সকালে গোডাউনে গিয়ে দেখি সার্টারের তালা ভাঙ্গা। গোডাউনের ভেতরে প্রবেশ করে দেখি ০৮ বস্তা চাল এবং ০৩ বস্তা আটা চুরি হয়ে গেছে। চালের বস্তা ও আটা চুরির ঘটনায় শনিবার থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ওএমএসের চাল চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন বদরুল আলম। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন