[caption id="attachment_7495" align="alignleft" width="300"]
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ফাইল ছবি[/caption]
‘কিছু নন-প্র্যাকটিসিং ল-ইয়ার প্রসিকিউটর হয়েছেন। কিছু প্রসিকিউর ঘাতক-দালাল নির্মূল কমিটির মিটিংয়েও যান। যাদের (নির্মূল কমিটির) পলিটিক্যাল এজেন্ডা রয়েছে। তারা কিন্তু মিসকন্ডাক্ট (অসদাচারণ) করছেন। এরা পাবলিক প্রসিকিউটরের পজিশন (অবস্থান) বোঝে না।'
সোমবার (১৫ মে) জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রিভিউ আবেদনের রায় ঘোষণার পর প্রসিকিউশনের এক আবেদনের জবাবে এসব কথা বলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।
সোমবার রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এরপর প্রধান বিচারপতি বলেন, এ মামলার ক্ষেত্রে প্রসিকিউশনের ব্যর্থতা রয়েছে। রায় থেকে এ অংশটি বাদ দেয়ার আবেদন করে প্রসিকিউশন। তার জবাবে ওই মন্তব্য করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনালের কিছু প্রসিকিউটর ঘাতক দালাল নির্মূল কমিটির মিটিংয়ে গিয়ে অসদাচারণ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে)সিনহা।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেইন সাঈদীর আপিলের রায়ে প্রসিকিউটরদের নিয়ে করা মন্তব্যের অংশ বাদ দেওয়ার আবেদন করলে প্রধান বিচারপতি ওই মন্তব্য করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত