বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোট থেকে ১৭ জেলে উদ্ধার

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ১ আগস্ট ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত তিনদিন সমুদ্রে অবস্থান করছিল।

পরে জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান মঙ্গলবার (৩ আগস্ট) মধ্যরাতে কুতুবদিয়া থেকে ৫ কিলোমিটার দূরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় বোটসহ জেলেদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে।

পরে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে বানৌজা অনুসন্ধান বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের কাছে নিয়ে আসে এবং তাদেরকে বুধবার (৪ আগস্ট) সকালে বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন