শুক্রবার থেকে চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

ঢাকা: শুক্রবার (০৬ আগস্ট) ধেতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু করবে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলমান বিধি-নিষেধ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে।

যদিও ১০ আগস্ট পর্যন্ত বিধি-নিষেধ বাড়লেও শুক্রবার (০৬ আগস্ট) থেকে সব শিল্প, কল-কারখানা এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সরকারি বিধিনিষেধের মধ্যে শিল্প-কারখানাসমূহ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প, কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।

এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (০৩ আগস্ট) সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন