[caption id="attachment_74967" align="alignnone" width="766"]
১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির আসামির করোনা পজেটিভ।[/caption]
ঢাকা: আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি বর্তমানে ৫নং করোনা ইউনিটে চিকিৎসাধীন।
কারা সুত্র জানায়, আবদুর রহিম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ফাঁসির সেলে একাই থাকতেন। করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। একা থাকার পরও তিনি করোনা পজেটিভ হয়েছেন। এ অবস্থায় অন্য বন্দী ও স্টাফদের মাঝে ভয়ভীতি বিরাজ করছে। কারা অভ্যন্তরে যাতে করোনার বিস্তার কঢোরভাবে রোধ করা যায়, তার জন্য আরও সতর্ক তা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কারাকর্তৃপক্ষ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত