বিশ্বে টিকার অভাবে মরছে মানুষ, যুক্তরাষ্ট্রে নষ্ট হচ্ছে টিকা!

যুক্তরাষ্ট্রে নষ্ট হচ্ছে টিকা!

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে ফের যখন কভিড-১৯ এর বিস্তার বাড়তে শুরু করেছে, ঠিক এমন সময় দেশটিতে এর বিপুল পরিমাণ টিকা নষ্ট হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডিসে্ম্বরে দেশটিতে টিকাদান শুরুর পর থেকে এ পর্যন্ত ১০টি রাজ্যে ১০ লাখের বেশি ডোজ টিকা নষ্ট হয়েছে।

কর্মকর্তারা বলছেন, টিকা দেওয়ার চাহিদা কম হওয়াতেই মূল ক্ষতিটা হয়েছে।

খবরে বলা হয়েছেজর্জিয়ায় সবচেয়ে বেশি ১ লাখ ১০ হাজার ডোজ টিকা ধ্বংস করা হয়েছে। নিউজার্সিতে নষ্ট করা হয়েছে ৫৩ হাজারের বেশি ডোজের মধ্যে শুধু জুনেই নষ্ট হয়েছে ২০ হাজার ডোজ টিকা। এর আগে এপ্রিলে এ রাজ্যে নষ্ট করা হয়েছিল ৪ হাজার ডোজ টিকা।

শেয়ার করুন