[caption id="attachment_7499" align="alignleft" width="300"]
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। ছবি : নয়াবাংলা[/caption]
আলোচিত ছাদিকুল হত্যা মামলার দুই আসামীকে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন কুতুকছড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ মে) সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান তথ্য জানান।
গ্রেফতার দুই আসামীর নাম চিরঞ্জিত চাকমা ও কৃষ্ণবিকাশ চাকমা।
রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ২০১৭ খ্রিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম দুই যাত্রীসহ মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে নিখোঁজ হন। এর তিনদিন পর গত ১৩ এপ্রিল রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানাধীন ঘিলাছড়ি এলাকা হতে নিহত ছাদিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নানিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত