কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার একটি পাহাড়ে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি চার লাখ ১০ হাজার ইয়াবা জব্দ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ গণমাধ্যমকে জানান, অভিযান শেষে ফেরার পথে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে বিজিবি টহল দলের ওপর আকস্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা জীবন রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করলে তার দ্রুত পাহাড়ের গহিন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার ( ০৫ আগস্ট) ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক একটি পাহাড় থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত