চট্টগ্রাম : খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনীর ২৩০ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন।
বুধবার ( ১১ আগষ্ট) সকালে খাগড়াছড়ি ক্যান্টমন্টে পাবলিক স্কুল ও কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বিগ্রেড মেজর মো. জোবায়ের হোসেন ও স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান সাংবাদিকদের সাথে জেলার সার্বিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সেনা কর্মকর্তারা বলেন, পাহাড়ের মানুষের জীবন মান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসহ যে কোনো সংকটে পাশে রয়েছে সেনাবাহিনী। আর সকল উন্নয়নমূলক কাজ এবং শান্তি শৃঙ্খলায় গণমাধ্যমকর্মীরাও সমান অংশীদার।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজম ও প্রতিষ্ঠাতা সম্পাদক কানন আচার্যসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত