হাটহাজারীতে সিএনজি করে গরু নিয়ে পালানোর সময় ধরা

হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারীতে গরু চুরি করে পালানোর সময় একটি সিএনজি চালিত অটোরিকশা, চুরি করা গরুসহ তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার ( ১১ আগস্ট) দুপুরে হাটহাজারী পৌর এলাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়।

এরা হল, সীতাকুণ্ড উপজেলার মহালঙ্কা এলাকার মৃত আমির হোসেনের পুত্র নুরুল আবছার (৩০), নগরীর অক্সিজেন এলাকার আমির হোসেনের পুত্র মোরশেদ আলম (৩৫), পটিয়া উপজেলার আছিয়া মধ্যপাড়া এলাকার মৃত মনির আহমেদের পুত্র মো. মন্জু (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর এলাকার মোহাম্মদপুর গ্রাম থেকে ধৃত তিন চোর একটি গরু চুরি করে একটি সিএনজি অটোরিক্সা করে পালানোর সময় স্থানীয়রা খেয়াল করে তাদের ধাওয়া করে। চোরচক্র চট্টগ্রাম-নাজিরহাট সড়কের পথে না গিয়ে ভুল পথে গিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। এসময় স্থানীয়রা তাদের ধরে উত্তম-মধ্যম দেয়।

পরে পুলিশ খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা শেষে থানা হাজতে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে উদ্ধারকৃত গরুর মালিক বাদি হয়ে মামলা করছেন বলে জানান এসআই ফয়সাল।