বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জলাশয়ে চীনা শ্রমিকের মরদেহ

বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জলাশয়ে চীনা শ্রমিকের মরদেহ। ফাইল ছবি

চট্টগ্রাম: বাঁশখালীর গণ্ডামারায় নির্মাণাধীন কয়লাবিদ্যুৎ কেন্দ্রে জি কুইনজেন (৩৪) নামে কর্মরত নিখোঁজ চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই বিদ্যুৎ কেন্দ্রে পাইপ বসানোর কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপ-ঠিকাদার সিপিপি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

সুত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কাজের বিরতির সময় থেকে তিনি নিখোঁজ হন। দুপুরের খাবার খেতেও যাননি। দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে জানায়। এ ঘটনায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছিল।

বাঁশখালী থানার ওসি শফিউল কবির বলেন, নিখোঁজ চীনা শ্রমিককে খুঁজতে গতকাল রাতভর সাগরতীরে ও আশপাশের এলাকায় কোস্টগার্ড ও ডুবুরিরা কাজ করেছে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ সকালে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন