রুমায় জেলা প্রশাসকের ত্রাণ সহায়তা

বান্দরবান : একদিনের সফরে রুমা উপজেলা সফর করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বান্দরবান থেকে সড়ক পথে রুমা উপজেলায় উপস্থিত হয়ে জেলা প্রশাসক যোগদেন বিভিন্ন সরকারী কর্মসুচীতে।

এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সভায় উপস্থিত হয়ে জেলা প্রশাসক ২৫০জন অসহায়কে ত্রাণ সহায়তা, ১০৫ বান্ডেল টিন ও ৮জন গ্রাম পুলিশকে একটি করে সাইকেল প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন হোসেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ কায়েসুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলি নুরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রুমা থানা কর্তৃক আয়োজিত গার্ড অনার গ্রহন করেন জেলা প্রশাসক। পরে রুমা সদর ইউনিয়নের মুনলাই পাড়া এর বড়শি পাড়ায় প্রধানমন্ত্রী উপহারের ঘর নির্মান কাজ পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের আমলে কেউ আর অসহায় থাকবে না । প্রতিটি মানুষ নিজ পায়ে দাড়াবে আর একটি সুন্দর বাংলাদেশ গড়তে সকলে কাজ করবে।