বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইয়াহিয়া গার্ডেন এলাকা থেকে ইয়াবা উদ্ধারসহ এক মাদককারবারি যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত রহমত উল্লাহ (২৬) কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং ইউনিয়নের মধুরছড়া রোহিঙ্গা শরনার্থী ৩নং ক্যাম্পের এএ ৩০ নং ব্লকের আহাম্মদ হোছন হেডমাঝির তত্ত্বাবধানে আজিম উল্লাহর পুত্র।
তাকে শুক্রবার (১৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাড়ে ৬ টার দিকে ঘুমধুম সীমান্ত থেকে আটক করা হয়।
শুক্রবার রাত সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোহিঙ্গা যুবক রহমত উল্লাহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ থেকে ইয়াবাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানান পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত