৩৭ বছরেও গড়ে ওঠেনি খাগড়াছড়ির ধর্মসুখ বৌদ্ধ বিহার ভবন

শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের একটি গ্রামের নাম চৌধুরীপাড়া। মারমা, বড়ুয়া ও চাকমা অধ্যুষিত এই গ্রামটিতে প্রায় শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারের বাস। চার দশক আগেও কোন উপাসনালয় ছিলো না এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের। আর তাই একটি বিহার প্রতিষ্ঠায় উদ্যোগী হন স্থানীয়রা। রিপ্রং মারমা নামে স্থানীয় এক ব্যক্তির দান করা ৬০ শতাংশ জমির ওপর ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করা হয় ধর্মসুখ বৌদ্ধ বিহার। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্থানীয়দের চাঁদা আর মুষ্ঠির চাল দিয়ে পরিচালিত হয়ে আসছে বিহারটি।

বর্তমানে অধ্যক্ষসহ বিহারটিতে তিনজন ধর্মীয় গুরু এবং শ্রমণ নিয়ে ধর্মীয় দীক্ষা নিচ্ছে ১৪ জন শিশু। তবে প্রতিষ্ঠার ৩৭ বছরেও উপাসনা করবার মতো ভবন গড়ে ওঠেনি ওই বিহারে। টিনশেডের একটি পুরোনো ঘরেই উপাসনা করেন দায়ক-দায়িকারা। উপাসনা কক্ষের পাশে আরেকটি ছোট টিনের ছাউনি ঘেরায় রাখা হয়েছে বৌদ্ধের মূর্তি।

বারবার ধরণা দিয়েও সরকারি কোন উন্নয়ন প্রতিষ্ঠানের সাড়া পায়নি চৌধুরীপাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বীরা। অবস্থাদৃষ্টে নিজেরাই এবার বিহারের মূল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে শুরু হয় নিজেদের কাছ থেকে চাঁদা সংগ্রহ। সেই সংগৃহীত চাঁদার অর্থে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালে মূল বিহার ভবনের তিনতলা বিশিষ্ট ফাউন্ডেশনে স্তম্ভ নির্মাণ করেন তাঁরা। তবে কেবল ফাউন্ডেশনের স্তম্ভেই থমকে আছে বিহার ভবনটির নির্মাণ কাজ।

ধর্মসুখ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উথুইচিং মারমা বলেন, ‘স্থানীয়দের নিজস্ব অর্থায়নে বিহার ভবনটির তিনতলা বিশিষ্ট ফাউন্ডেশন করা হয়েছে। এরপর অর্থ সংকটে কাজ আর এগোয়নি। দু’বছর ধরে পরে আছে ওভাবেই। ভবনটি নির্মাণে বরাদ্দ পাওয়ার জন্য পরপর দু’বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আবেদনও করা হয়েছে। তবে এখনো কোন সাড়া মেলেনি।’

বিহারে শ্রমণ নেয়া অনাথ শিশু দয়াল বড়ুয়া, পঞা স্বামী শ্রমণ ও নেন্দিয়া শ্রমণ জানায়, ‘টিনশেড পুরোনো ঘরে উপাসনা আর ধর্মীয় দেশনা নিতে এমনিতেই অনেক সমস্যায় পড়তে হয়। বর্ষা মৌসুমে সেই কষ্টটা আরও অনেক বাড়ে।’

ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জতিলা ভিক্ষু বলেন, ‘প্রতিষ্ঠার প্রায় ৩৭ বছর অতিবাহিত হয়ে গেছে। তবুও অর্থাভাবে বিহারের ভবন নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনায় দারুণ ব্যঘাত ঘটছে। বিশেষত পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ ও ধর্মীয় দেশনা নিতে আসা দায়ক-দায়িকা ও ভিক্ষুদের প্রতিনিয়তই নানান সম্যসার সম্মুখীন হতে হচ্ছে।’

অত্র এলাকাবাসীর প্রত্যাশা পুরণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন ধর্মসুখ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

শেয়ার করুন