মন্ত্রিপরিষদসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

মন্ত্রিপরিষদসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ।

মালয়েশিয়া: মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদমাধ্যম মালয়ে মেইলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর সিএনএনের।

যদিও নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তিনি (মুহিউদ্দিন ইয়াসিন) সেই পদে বহাল থাকছেন বলে রাজপ্রসাদ ইস্তানা নেগারা সূত্রে জানা গেছে।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জয়লাভ করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেন মুহিউদ্দিন ইয়াসিন। যদিও সে সময় তাঁর পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপের মুখে ছিলেন তিনি।

দেশটির আইনপ্রণেতা খয়েরি জামাল উদ্দিন ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, মন্ত্রিসভায় এরই মধ্যে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে মন্ত্রিসভার সদস্য ও নিজ রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

শেয়ার করুন