নাইক্ষ্যংছড়ি: সীমান্তের সদর ইউনিয়নের দক্ষিণ ছালামীপাড়াস্থ বদিউল আলমের বাড়ীর সামনের নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়ক থেকে ৪৬ হাজার ৫শ পিস ইয়াবাসহ ৫ মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ছালামীপাড়ার মৃত মৌলভী জাকির হোসেনের পুত্র মো. সৈয়দ উল্লাহ(৫০), একই ইউনিয়নের চাকঢালা ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত মকবুল আহাম্মদের পুত্র ছৈয়দ আলম (৪০), একই এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র মো. আবুল কাশেম (৩৫), কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের থিমছড়ি এলাকার মৃত আমীর হামজা ওরফে মিয়াজির পুত্র মো. ইব্রাহিম খলিল (৩২), কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ৪নং ক্যাম্পের ৮/ডি-ব্লকের হেড মাঝি মো. আলী মিয়ার অধিনস্থ মৃত গোলাপ হোসেনের পুত্র ছাবের আহাম্মদ(৫৫)।
সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ইয়াবা উদ্ধারসহ আটক করা হয়।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে আসামীদেরকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, আটককৃত ৫ ব্যক্তিরা মাদকব্যবসায়ী সেন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা বাজারমূল্য বলে পুলিশ জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত