ফেনীতে সর্বোচ্চ মৃত্যু

ফেনী: করোনা ও উপসর্গ নিয়ে ফেনীতে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি। একই দিনে শনাক্ত হয়েছেন ৭৮ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) ডা. আবুল খায়ের মিয়াজি এ তথ্য জানান।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯ জন। এছাড়াও এক হাজার ৬৪৫ জন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।এখন পর্যন্ত ৯ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাত হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১১৯ জন।

ডা. আবুল খায়ের মিয়াজি বলেন, বর্তমানে হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে ১২৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৭ জন পজিটিভ ও ৮৮ জনের উপসর্গ রয়েছে।

শেয়ার করুন