সাগরে ফিশিং ট্রলার ডুবি, ৭ জেলে নিখোঁজ

সাগরে ফিশিং ট্রলার ডুবি, ৭ জেলে নিখোঁজ। ফাইল ছবি

কক্সবাজার: মাছ শিকারে গিয়ে সাগরে ডুবে গেছে ফিশিং ট্রলার ‘এফবি বানু’। মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথম প্রহরের দিকে বঙ্গোপসাগরের টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

বাইন (ট্রলারের তলা) ফেটে ট্রলারটি আস্তে আস্তে সাগরে ডুবে যায় বলে নিশ্চিত করেছেন কুলে আসা মাঝিরা। ওই সময় ট্রলারের ১৮ জন মাঝি-মাল্লাই প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন প্রধান মাঝি আলতাজসহ ৭ জন জেলে।

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বাইন ফেটে ট্রলারটি ডুবে গেছে। ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

এ বিষয়ে ট্রলার মালিক রফিকুল হুদা চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১টা পর্যন্ত মাঝি-মাল্লাদের সাথে তার যোগাযোগ ছিল। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলারে ১১ জন জেলে কূলে ফিরে এসেছেন।

শেয়ার করুন