হালদায় অভিযান, জাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম): দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগষ্ট) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হালদা নদীর সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযানে মাছ শিকারে পাঁতানো ৯০০ মিটার জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। অভিযান চলাকালীন কয়েকটি স্থানে মাছ শিকারীদের ধাওয়া করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সত্যতা নিশ্চিত করে নির্বাহী অফিসার জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র রক্ষায় নিয়মিত কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন