

বান্দরবান (চট্টগ্রাম): ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে বান্দরবানে এতিম, অনাথ, অসহায় ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ করেছে বান্দরবান পৌর আওয়ামী লীগ।
২১ আগস্ট (শনিবার) দুপুরে বান্দরবান পৌর আওয়ামী লীগ এর আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে দুই হাজার গরীব ও অসহায় ব্যক্তিদের হাতে রান্না করা এই খাবার বিতরণ করা হয়। জেলা সদরের এতিম, অনাথ, অসহায় ও কর্মহীনরা লাইনে দাঁড়িয়ে এই খাবার গ্রহণ করে।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,মোঃ মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত