পাহাড়ে মানবিক সহায়তা নিয়ে কর্মহীনদের পাশে সেনাবাহিনী

বান্দরবানে মানবিক সহায়তা কর্মহীনদের পাশে সেনাবাহিনী।

বান্দরবান (চট্টগ্রাম) : বান্দরবানে কোভিড-১৯ সংকট মোকাবেলায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা কর্মহীন মানু‌ষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে‌ছে বান্দরবান সেনা জোন।

সোমবার (২৩ আগস্ট) সেনাবাহিনী প্রধান এবং চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডা‌রের নির্দেশে বান্দরবানের জিমনেসিয়ামে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন এর কমাণ্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি এ খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় জোন কমাণ্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা আমাদের নি‌জে‌দের বরাদ্দকৃত রেশন এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী সাধারণ জনগণের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে সেনা জো‌নের উপ-অ‌ধিনায়ক মেজর মো. মোজা‌ম্মেল হক রা‌সেল, জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন