বাবুল আক্তারের মামলার কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে

চট্টগ্রাম: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পাঁচলাইশ থানায় দায়ের করা মামলার সব কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশের তথ্য জানিয়েছেন তার আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

অন্য একটি আবেদনে দুপুরে বাবুল আক্তারকে আসামি করার মামলার সহি মুহুরি নকল প্রদানের আদেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালত।

বাবুল আক্তারের আইনজীবী বলেন, বাবুল আক্তারের দায়ের করা মামলার সব কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে বাবুল আক্তারের দায়ের করা মামলায় আদালতে ১৬৪ ধারার জবানবন্দি ও মামলার ফাইনাল রিপোর্টসহ সব কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন।

শেয়ার করুন