চট্টগ্রামে আসা চীনা ২১ নাবিককে থাকতে হবে কোয়ারেন্টিনে

সংগৃহীত

চট্টগ্রাম: বন্দরের বর্হিনোঙ্গরে আসা গত ১২ অগাস্ট চীনের বন্দর থেকে এমভি সেরেন জুনিপার নামের একটি সারবাহী জাহাজের সাত নাবিকের মধ্যে করোনার উপসর্গ মিলে।

ক্যাপ্টেন শিপিং এজেন্টের মাধ্যমে নাবিকদের করোনার উপসর্গ থাকার বিষয়টি জানালে সাগরে অবস্থানরত জাহাজে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে সব নাবিকের নমুনা সংগ্রহ করা হয়।

সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল আবছার বলেন, জাহাজটি থেকে কয়েকজন নাবিকের উপসর্গ রয়েছে জানানো হয়। ২১ নাবিকের মধ্যে সাতজনের মধ্যে জ্বর দেখা দেয়।

রোববার রাতে তাদের নমুনা পরীক্ষার ফল পাবার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে জাহাজটি থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়েছে। জাহাজটিতে ৪৬ হাজার ৩০০টন ডিএপি সার রয়েছে। বর্তমানে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজ এলাকায় রয়েছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সাত নাবিকের করোনার উপসর্গ থাকায় জাহাজের সব নাবিককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন বন্দর স্বাস্থ্য কর্মকর্তা। গত ১৯ আগস্ট থেকে জাহাজটির কোয়ারেন্টিন শুরু হয়েছে।

শেয়ার করুন