অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খোলার আভাস

ফাইল ছবি

ঢাকা: নিজস্ব ব্যবস্থাপনায় দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আগামী মধ্য অক্টোবর (১৫ অক্টোবরের পর থেকে) খুলতে পারবে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে।

সভায় উপস্থিত একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

উপস্থিত একজন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ওপর বিষয়টি বিবেচনা করে ১৫ অক্টোবরের পর থেকে খুলতে পারবে।

তবে অবশ্যই শিক্ষার্থীদের টিকা ও স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়া ও না দেওয়ার পূর্ণাঙ্গ চিত্র জানাতে হবে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্বশীল ব্যক্তিরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ছিলেন।

শেয়ার করুন