সোনাইছড়িতে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পাঁচ দিনের ব্যবধানে ফের অভিযান চালিয়ে আরও ১লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবকে আটক করেছে পুলিশ।

আটক ইয়াবা কারবারী হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বৈদ্যছড়া এলাকার আব্দুর রশিদের পুত্র আনোয়ার হোসেন (২২)। তার পিতা এলাকার পুরাতন রোহিঙ্গা হিসেবে পরিচিত।

তাকে বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ রোহিঙ্গা যুবক আনোয়ার হোসেনকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত ব্যাক্তি হলেন সোনাইছড়ির বৈদ্যছড়ার পুরাতন রোহিঙ্গা নাগরিক বলে এলাকাবাসী থেকে নিশ্চিত হয়েছি। সে গোপনে কৌশল অবলম্বন করে ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ এই রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করে নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ৪ কোটি ৫ লাখ টাকা বাজারমূল্য বলে পুলিশ জানান।