বেনাপোলে আরও ৪০টি ভারতীয় অ্যাম্বুলেন্স

যশোর: নরেন্দ্র মোদীর উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে তৃতীয় চালানে আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। প্রথম চালানে ১টি ও পরে ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স আসে। এ নিয়ে তিনটি চালানে ৭১টি অ্যাম্বুলেন্স আসলো দেশে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরের চ্যাসিজ টার্মিনালে নিয়ে আসা হয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্স নেওয়া হবে ঢাকাতে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেবেন।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, উপহারের অ্যাম্বুলেন্স শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে খালাস দেওয়া হচ্ছে। দ্রুত যাতে ছাড় হয় সেজন্য বিশেষ টিম গুরুত্ব সহকারে কাজ করছে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, ভারতে করোনা যখন মহামারি অবস্থা, তখন বাংলাদেশ সরকার ওষুধ দিয়ে সাহায্য করেছে। ভারতও অ্যাম্বুলেন্স দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এমন সম্পর্ক আগামীতে বাণিজ্য ও বন্ধুত্বকে আরও জোরদার করবে।

শেয়ার করুন