খাগড়াছড়ির বন্যার্তরা পেল পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট

খাগড়াছড়ি: বন্যায় ক্ষতিগ্রস্তদের সুপেয় পানি নিশ্চিত করতে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদ।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে জেলা সদরের মুসলিমপাড়া, উত্তর গঞ্জপাড়া ও শালবনসহ বন্যায় প্লাবিত বেশ কয়েকটি এলাকা পরিদর্শনে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান।

এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ব্লিচিং পাউডার এবং সাবান বিরতণ করেন তারা।

পরিদর্শনকালে পৌর আওয়ামী লীগ সভাপতি জাবেদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম, পৌর কাউন্সিলর রেজাউল করিম, খাগড়াছড়ি ইউপি চেয়ারম্যান আম্যে মারমা ও গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতের ভারী বষর্ণে স্থানীয় ছড়া, খাল ও চেঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে তলিয়ে যায় খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। বানের পানি ঢুকে দূষিত হয়ে পড়ে নলকূপসহ সুপেয় পানির সকল উৎস।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান বলেন, ‘তড়িৎ ব্যবস্থা হিসেবে আপাতত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ এবং নলকূপের ভেতরের ময়লা পানি পরিষ্কার করতে ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। তবে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উঁচু প্লাটফর্ম নির্মাণের মাধ্যমে নলকূপ স্থাপনের চেষ্টা করবো।’

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, ‘বন্যার্তদের সুপেয় পানি নিশ্চিত করতে এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে পুরো জেলার ক্ষতিগ্রস্ত সবগুলো এলাকাতেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ব্লিচিং পাউডার এবং সাবান বিতরণ করা হবে।’