মৈত্রী সড়কে প্রাইভেটকারে মিললো প্রায় ৩ কোটি টাকার ইয়াবা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কস্থ বেতবুনিয়া বাজার প্রবেশ মুখে এক প্রাইভেটকার (চট্ট-মেট্টো নং গ-১২-৪৭৬১) তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন আটকের তথ্য নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রহিম (৫৭) কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর (পৌরসভা) ৯নং ওয়ার্ড এর ইসলামপুর এলাকার ছৈয়দ আহাম্মদের পুত্র।

শুক্রবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কস্থ বেতবুনিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। রাত সাড়ে ৯টায় আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা আটক রজিম পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি জানান, আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেলে আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকার গাড়ীর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।

ঘুমধুম তদন্তকেন্দ্র ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন জানান, আজ শনিবার (২৮ আগষ্ট) সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন