দেশে করোনায় মৃত্যু ১শ’র নিচে, সংক্রমণ বেড়েছে

ঢাকা: দেশে ২৪ ঘন্টায় করোভাইরাসে আ্ক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা একশ’র নিচে নেমেছে। শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ্ই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে দেশে ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৯২৬ জনের। নতুন শণাক্ত হয়েছে আরও
৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে দাঁড়াল।

পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১২৯ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৮ শতাংশ।

গত একদিনে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২১ জন এবং খুলনা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

শেয়ার করুন