চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু বেড়েছে্ গত একদিনে চট্টগ্রামে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
করোনায় চট্টগ্রামে সংক্রমণের হার কমলেও প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন মহানগর এলাকায় এবং ৪ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। নতুন শনাক্ত হয়েছে আরও ১৪৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ।
সোমবার (৩০ আগস্ট) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৯৪ জন মহানগর এলাকায় এবং ৫০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত