[caption id="attachment_75956" align="alignnone" width="725"]
সংগৃহীত[/caption]
চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে এনএসআইয়ের একটি দল।
জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেটগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তার নাম-আনিসুল ইসলাম। তিনি লোহাগাড়ার বাসিন্দা।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে। তল্লাশিকালে ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ৩ হাজার টাকা হিসাব করলে জব্দকৃত সিগারেটের মূল্য ৭ লাখ ৫৬ হাজার টাকা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত