ওজনে কম দিয়ে জরিমানা গুনল সীতাকুণ্ড রিফুয়েলিং স্টেশন

সীতাকুণ্ড : ওজন ও পরিমাপে অসাধু উপায় ঠেকাতে সীতাকুণ্ডের বড় দারোগার হাট থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সীতাকুণ্ডের বড় দারোগার হাট থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত এলাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর অধীনে বেশ কয়েকটি পেট্রোলপাম্প, রডের দোকান, ফলের দোকান ও স্বর্ণালঙ্কারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ওজনে কম থাকায় মেসার্স সীতাকুণ্ড পেট্রোলিয়াম এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং ব্যবসায়িক কাগজপত্র নবায়ন না করায় সীতাকুণ্ড বাজারের সৌদিয়া ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদের ওজনযন্ত্র ও কাগজপত্র ঠিক থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।