

চট্টগ্রাম: পলাতক থাকা সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের নির্দেশও দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রদীপের জামিন না মঞ্জুরের নির্দেশ দিয়েছেন আদালত।
যদিও কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলা হলে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাশ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে কারাগারে রয়েছেন ওসি প্রদীপ কুমার দাশ।
ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানির সময় প্রদীপ কুমার দাশকে দুপুরে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়।
বুধবার (০১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ-১ শেখ মো. আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
অভিযোগপত্রে মোট ২৯ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে। তবে এই চার্জশিট শুনানিতে প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট স্বভু প্রসাদ বিশ্বাস দাবী করে বলেন, এই ঘটনার সঙ্গে প্রদীপের কোনো সম্পৃক্ততা নেই।
প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত বছরের ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারা, ২৭ (১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।
দুদকের কৌঁসুলি মাহমুদুল হক বলেন, প্রদীপের জামিনের আবেদন নামঞ্জুর করার পাশাপাশি অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। পলাতক আসামি চুমকি কারণের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা জারি করেছেন। মামলার আগামী ধার্য তারিখে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছেন আদালত।













