চট্টগ্রামে ৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৫

চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ১৪৫ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত ৯৯ হাজার ৪৮৬ জন। অপরদিকে মোট শনাক্ত ৯৯ হাজার ৪৮৬ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নতুন শনাক্ত ১৪৫ জনের মধ্যে ১০৬ জন মহানগর এলাকার এবং ৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে বিভিন্ন উপজেলা এলাকার ৪ জন এবং মহানগরের ১ জন বাসিন্দা রয়েছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে সংক্রমণ কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১০ দশমিক ৫৪ শতাংশ।

শেয়ার করুন