শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : তিন দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে পালিয়েও শেষ রক্ষা হলো না রাবার পাচারকারীদের। অবশেষে ধরা পড়লো সেনাবাহিনীর হাতে। খাগড়াছড়ি থেকে অবৈধভাবে পাচার করার সময় পিকআপ ভর্তি রাবারসহ তিন পাচারকারীকে আটক করেছে মাটিরাঙা সেনা জোনের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙা সেনা জোনের প্রধান গেইটে তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর মাটিরাঙা জোন সূত্রে জানা যায়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মাটিরাঙা জোন সদরের গেইটে চট্টমেট্রো-ন-১১৭৫১৪ পিকআপটি আটক করে সেনা সদস্যরা। এ সময় পিকআপ ভর্তি ৪১০০ কেজি অবৈধ রাবারসহ ব্যবসায়ী মো. আলমগীর হোসেন (৫০), পিকআপের হেলপার মো. জাহিদুর রহমান (২৫) এবং মো. ইকবাল হোসেন (২৩) নামে তিনজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে তারা এভাবেই রাবার পাচার করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আটক ব্যবসায়ী মো. আলমগীর।
জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত রাবার, পিকআপ এবং আটককৃতদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে আটকের পূর্বে খাগড়াছড়ি জিরো মাইল চেকপোস্টের দায়িত্বরত পুলিশ সদস্য এবং আলুটিলায় দায়িত্বরত পুলিশ সদস্যরা অবৈধ রাবার বহনকারী পিকআপটিকে থামার সংকেত দিলেও তা উপেক্ষা করে বেপরোয়াভাবে চালিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে সেনাবাহিনী।
খাগড়াছড়ি জিরো মাইল চেকপোস্টের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. আকবর হোসেন বলেন, ‘পুলিশের ব্যারিকেড ভেঙ্গে রাবার বোঝাই পিকআপটি দ্রুতবেগে পালিয়ে যায়। এ সময় একজন পুলিশ সদস্যকেও চাপা দেয়ার চেষ্টা করেছিলো পিকআপের চালক।’
বন বিভাগের মাটিরাঙা রেঞ্জ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘জব্দকৃত রাবার, পিকআপ এবং আটককৃতের বিরুদ্ধে বন নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।’
তবে রাবার চোরাকারবারী সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পাওয়া গেছে খাগড়াছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাসুম রানা’র নাম। সেনাবাহিনীর হাতে আটক অবৈধ রাবার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বলেন, ‘খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাসুম রানা আমার ব্যবসায়ীক সহযোগী। কয়েকবছর ধরে তার মাধ্যমেই আমি রাবার নিয়ে যাচ্ছি। তিনিই আমাকে সব কাগজপত্র ম্যানেজ করে দেন। তবে কাগজ ভুয়া নাকি আসল সেটা আমি যাচাই করিনি কখনো।’
অভিযোগ প্রত্যাখ্যান করে খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মাসুম রানা বলেন, ‘আলমগীর আমার ব্যবসায়ীক সহযোগী তা ঠিক। তবে আমি শুধু টাকার লেনদেন করতাম। রাবারগুলো বৈধ না অবৈধ সেটা আমি জানি না।’
এদিকে আটকের পর সেনাবাহিনীর কাছে একটি ভুয়া চালানপত্র এবং বাগানের কিছু কাগজপত্র প্রদর্শন করেছিলো আটককৃত আলমগীর হোসেন। সেখানে বাগানের মালিক হিসেবে দীপংকর চাকমা নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা ছিলো।
দীপংকর চাকমা বলেন, ‘এই রাবার আমার নয়। আমি কারও কাছে কোন রাবার বিক্রি করিনি। আমার নাম দিয়ে পাচারকারীরা ভুয়া কাগজপত্র তৈরি করেছে। নকল চালানপত্র বানিয়ে তা পাচার করছে তারা।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উঁচু ভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান প্রকল্পের খাগড়াছড়ির জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা বলেন, ‘বর্তমানে রাবার উৎপাদন বন্ধ রয়েছে এবং রপ্তানিরও কোন অনুমতি নেই। আমরা খোঁজ নিয়ে জেনেছি আটককৃত রাবারগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছিলো।’