চট্টগ্রাম: নগরের সদরঘাট থানায় দায়েরকৃত মাদক মামলায় মো. রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের ৫ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় আলমগীর (৬০) নামে আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
২০১৬ সালের ৬ সেপ্টম্বর পশ্চিম মাদারবাড়ী ফারুক বেকারী গলির সিরাজ সাহেবের সেমিপাকা ঘরের ভাড়াটিয়া মো. রুবেল হোসেনকে পাঁচশ পুরিয়া হেরোইন ও একটি ফুয়েল পেপারের বক্সসহ গ্রেপ্তার হন।
দণ্ডপ্রাপ্ত মো. রুবেল হোসেন সদরঘাট থানার নজু ফকিরের গলির মনা সওদাগর বাড়ির মো.আলমগীর হোসেনের ছেলে।